অস্ত্রসহ, যশোরের শার্শার পাচঁভুলোট সিমান্ত থেকে আটক, ২

যশোরের শার্শা পাঁচভুলোট সিমান্ত থেকে ২ টি নাইম এমএম পিস্তল ২টি খালি ম্যাগজিন ও ২টি মোবাইলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামী হলেন, শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০) উভয় থানা শার্শা যশোর।

বৃহস্পতিবার (২৯ মে) রাত আটটা বিশ মিনিটের সময় বিজিবি অভিযানে উদ্ধারসহ দুইজনকে গ্রফেতার করা হয়।

খুলনা ২১ বিজিবি  ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি যে পাঁচভূলট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসকারী বেসামরিক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এর নেতৃত্বে পাঁচভূলট বিওপি’র টহল দল পাঁচভূলট সর্দারপাড়া নামক স্থানে বসবাসকারী আব্দুল মজিদ এর বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষনাত একই গ্রামের বাসিন্দা  ইছা সর্দারের  এর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার গোয়াল ঘরের পার্শ্ব হতে আরও ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগাজিনসহ সর্বমোট ২ টি পিস্তল ও ২ টি খালী ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তলের মূল্য-২,০০,০০০/- টাকা, ম্যাগাজিনের মূল্য আনুমানিক-১০,০০০/- টাকা এবং মোবাইল এর মূল্য আনুমানিক-১০,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য-২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *