আদর্শ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদর্শ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌর মেয়র ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাদের বখত , মেয়র সুনামগঞ্জ পৌরসভা, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম শেফু, সুনামগঞ্জ পৌরসভার সাবেক সচিব মামুন আহমেদ। অথিতিদের ব্যাচ পরিয়ে দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফোজিআরা শাম্মি, উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফেরদৌসী বেগম, হাফেজা ফেরদৌস, সেলিনা শিপ্তা, তাপসী মজুমদার, পুর্না পুরকায়স্থ আর অনেকে।

মেয়র নাদের বখব বলেন, আজকের শিশু আগামীর সম্পদ, আমাদের শিশুর প্রতি যত্নশীল হতে হবে। তারাই আগামীর বাংলাদেশ নিতেত্ব দিবে। সকাল ১০ঘটিকার জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে অনুষ্ঠানের শুরু হয়। দিনব্যাপী নানা খেলাধুলা অনুষ্টিত হয়। সবার শেষে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *