আদালতের হাজত খানায় ডা. সাবরিনা, ৫ দিনের রিমান্ড চায় ডিবি

ফাইল ছবি

করোনার (কোভিড-১৯) নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে ডিবি পুলিশ। 

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করবেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টা ২৫ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। এসময় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতের হাজত খানায় রাখা হয়।

ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

১২ জুলাই দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে তেজগাঁও থানার করা মামলায় গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *