‘আমার কানামাছির আয়োজনে তুমি নেই’

উড়ন্ত পালে হাওয়া দেয় তোমার দীর্ঘশ্বাস,
আর আমার চোখে বাঁধা ঠুলির নাম দিয়েছি  ‘কানামাছির আয়োজন’!’
সরস এ ছলনায় কতখানি ভান আর কতখানি আশা?

শূন্যতার অবয়বে স্রষ্টা যে পাথর তৈরি করেছেন,
আমাদের নরম বুক কেটে বসে যাচ্ছে তার ওজন।
এ সময়ের স্বাক্ষর হয়ে রয়ে যাচ্ছে- অতল ক্ষতের দাগ।

ঝড়-জল-রৌদ্র গায়ে মেখে আমরা পাড়ি দিচ্ছি বিশাল জলরাশি
অথচ তুমি আমি ভিন্ন ভিন্ন বাহনে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *