আলমসাধু ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১।

ঝিনাইদহের কালীগঞ্জে সেলো ইঞ্জিনচালিত আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলু খাঁ (৫৮) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালীগঞ্জ-উল্ল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। নিহত উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ফজলু, কোলা বাজার থেকে মোটরসাইকেল যোগে উল্ল্যা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্ল্যা দীঘিরপাড় মাদ্রাসার পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অপর একজন গুরুতর আহত হন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তে শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *