জুলাই মাসে মাদরাসা ছাত্রদের উপর বর্বর হামলা, আহতদের সুচিকিৎসা ও গণ-হত্যার বিচারের দাবিতে রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই মাদরাসা স্টুডেন্ট মুভমেন্ট।
২১ জুলাই সকাল ১১টা থেকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী। ব্যানারে লেখা ছিল—
“জুলাই আমাদের বঞ্চনার, আহতদের সুচিকিৎসা ও গণ-হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আবু সালেহ এবং পরিচালনায় ছিলেন মুহিব আজিজ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদ হাসান এবং প্রধান বক্তা ছিলেন অধ্যাপক সাইফ উদ্দিন আহমদ খন্দকার।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,
“দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের উপর পরিকল্পিত হামলার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।”
তারা আরও বলেন, “মাদরাসা ছাত্রদের উপর এ ধরনের অন্যায় আচরণ মেনে নেওয়া যায় না। এমন বর্বরতার বিরুদ্ধে দেশের মানুষকে সোচ্চার হতে হবে।”
বক্তব্যের একাংশে বলা হয়,
“জুলাই মাসে মাদরাসা শিক্ষার্থীদের উপর হামলা, আহতদের সুচিকিৎসা এবং গণ-হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, মাদরাসা শিক্ষার্থীরা আর পিছিয়ে নেই, তারাও এখন অধিকার আদায়ের প্রশ্নে জেগে উঠেছে।”
প্রতিবাদ ও বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
