উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর নিকট উপস্থিত শিক্ষক বৃন্দ প্রদান করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ১০ম, গ্রেড বাস্তবায়ন কমিটির চিতলমারী উপজেলা সমন্বয়ক শিক্ষক কাজী কামরুল ইসলাম, অনুপ বোস, মো: আরিফুজ্জামান প্লাবণ ও ঝুমা রায়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মো: আইয়ুব আলী শেখ, মো: আমজাদ হোসেন, মো: মোজাহিদুর রহমান শেখ, খোকন কুমার মন্ডল, মো: ফেরদাউস হোসাইন, পলাশ কুমার মন্ডল, মো: হাচিবুর রহমান মিলন চন্দ্র ব্রহ্ম সহ ১১১টি বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। বক্তাগণ বলেন, ১০ গ্রেড আমাদের দাবী নয়, এটা আমাদের অধিকার।
ইউএনওর কাছে স্মারক লিপি প্রদান।
