ইদেও ইয়াবা পাচার! গ্রেফতার দুই

ছবি: সংগৃহিত

ইদের ছুটিকে কাজে লাগিয়ে কক্সবাজার থেকে ইয়াবা আনতে গিয়ে লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট অফিস এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা।

রবিবার (২ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুই ইয়াবা ব্যবসায়ী হলেন-কুমিল্লা জেলার মুরাদনগর কালীপুড়া এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে সোহেল রানা (২৫) ও ঝালকাঠি জেলার রাজাপুর দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাবুল সিকদারের ছেলে নজরুল ইসলাম (২৯)।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ঈদের ছুটিকে কাজে লাগিয়ে কক্সবাজার থেকে ইয়াবা আনার পথে লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট অফিস এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চবি শিক্ষার্থীকে হামলার প্রতিবাদে মানববন্ধন

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে গাড়িতে করে কৌশলে লুকিয়ে নিয়ে আসা হচ্ছিল এসব ইয়াবা। তারা ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। আসামিদের রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *