
ইদের দিনেও দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন এতে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫০১ জনে দাঁড়াল।
