উচ্চতর গ্রেড পাচ্ছেন সাড়ে ৪ হাজারের অধিক শিক্ষক

স্কুল কলেজের ৪ হাজার ৬৫৩ জন শিক্ষক কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। এর মধ্যে কলেজের ৩১ জন ও স্কুলের ৪ হাজার ৬২২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় যেখানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৪ হাজার ৬২২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩০৯ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪৭২ জন, কুমিল্লা অঞ্চলের ১৬২ জন, ঢাকা অঞ্চলের ৫৫৪ জন, খুলনা অঞ্চলের ৭৫৮ জন, ময়মনসিংহ অঞ্চলের ৪৪২ জন, রাজশাহী অঞ্চলের ৬৭৩ জন, রংপুর অঞ্চলের ৯৮০ জন এবং সিলেট অঞ্চলের ২৭১ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৩১ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫ জন, চট্টগ্রাম ৪ জন, ঢাকা অঞ্চলের ৬ জন, খুলনা অঞ্চলের ১০ জন, কুমিল্লা অঞ্চলের ৩জন এবং ময়মনসিংহ অঞ্চলের ৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *