যশোরের ঝিকরগাছায় হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) দুপুর ২ টায় ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রধান উপদেষ্টা আলাউদ্দীন নান্নু মুন্সী উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে ও মুন্সী মেহেদী হাসানের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমি দাতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসমাইল মুন্সী এবং তার পরিবার বর্গ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেটের মরহুম মনোহর আলী মাস্টারের পাখি বাড়ি। এই কাজের উদ্বোধনের মধ্যে দিয়ে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান তার দীর্ঘ ছয় বছরের স্বপ্নের মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন। মডেল মসজিদের সাথে এতিনখানা ও মাদ্রাসা তৈরির পরিকল্পনাও রয়েছে তার।
উদ্ভাবক মিজানুর রহমানের স্বপ্নের মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
