একটি হলেও বৃক্ষরোপণ, করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস, লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ১নং ওয়ার্ড গুটিবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ। রবিবার (১৫ই জুন), গুটিবাড়ী ফাযিল (ডিগ্রী) মাদরাসা মাঠে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়, যা এক সবুজ ভবিষ্যতের বার্তা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
গুটিবাড়ী ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি জনাব মোঃ আক্তারুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার তথ্যপ্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া সম্পাদক মোহাম্মদ রাজিব।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১নং বড়বালা ইউনিয়নের টিম সদস্য ও গুটিবাড়ী ওয়ার্ডের সভাপতি জনাব মাও: মোঃ মিজানুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক যশোর পলিটেকনিক শাখা সভাপতি মোঃ মারজান আজিজ। এছাড়া মোঃ রাকিবুল, রিদাওয়ানুল, রাশেদুল, রিয়াদ, মেহেরুল, সিফাত, ওয়ালিদ, নাজমুল, রাকিব, কবিরুলসহ আরও অনেকেই কর্মসূচিতে অংশ নেন।
প্রধান অতিথি জনাব মোঃ আক্তারুজ্জামান তার বক্তব্যে গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, “গাছ আমাদের প্রাণ ও প্রকৃতির রক্ষক। আমরা সকলেই সচেতন হব এবং বেশি বেশি গাছ রোপণ করার চেষ্টা অব্যাহত রাখব, ইনশা আল্লাহ।
প্রধান আলোচক মোহাম্মদ রাজিব তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা তরুণ প্রজন্মকে সচেতনতার বার্তা দিতে চাই। আমরা যদি সকলে মিলে প্রতি বছর গাছ লাগাই, তাহলে ভবিষ্যতে আমরা একটি বসবাসযোগ্য পৃথিবী গঠন করতে পারব, ইনশা আল্লাহ। সেই সাথে গাছকে আমাদের সবচেয়ে কাছের বন্ধু বানানো উচিত।
