এফবিসিসিআই -এর সভাপতিকে বিএজিএমসি এর অভিনন্দন

এফবিসিসিআই

এফবিসিসিআই

এফবিসিসিআই -এর নব নির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সঙ্গে বাংলাদেশ এসোসিয়েশন অব গালফ মেডিকেল সেন্টারস (বিএজিএমসি) এর সভাপতি নোমান চৌধুরী ও জেনারেল সেক্রেটারী এজাজ মোহাম্মদ এক সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব গালফ মেডিকেল সেন্টারস (বিএজিএমসি) এর সভাপতি এফ বি সি সি আই -এর নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং তাঁর সফলতা কামনা করেন। অধিকন্তু, নোমান চৌধুরী মধ্যপ্রাচ্যগামী কর্মীদের টিকাদানের বিষয়টি উদ্বেগের সঙ্গে তুলে ধরেন। উভয় সংগঠনের সভাপতি অভিবাসী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ এর টিকা প্রদানের বিষয়ে একমত পোষণ করেন।

এ সময় তাঁদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম মজিদ (সাদেক), যুগ্ম সম্পাদক সামি আহমেদ এবং কার্যকরী কমিটির সদস্য এনাম আহমেদ চৌধুরী।

বাংলাদেশ এসোসিয়েশন অব গালফ মেডিকেল সেন্টারস (বিএজিএমসি) হচ্ছে মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার একটি সংগঠন, যাহা সংশ্লিষ্ট দেশের হেলথ কাউন্সিল কর্তৃক অনুমোদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *