আদালতের নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টা ৪৫ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিকট থেকে ঝিনাইদহ জেলা কারাগার কর্তৃপক্ষ গ্যাস বাবু’কে বুঝে পান।
এবিষয়ে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান, কাজী কামাল আহমেদ বাবু’কে আমরা বুঝে পেয়েছি। ঢাকা সিএমএম আদালতের নির্দেশনা অনুযায়ী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে গাজিপুর মেট্রোপলিটন পুলিশের প্রিজন ভ্যানের মাধ্যমে তাকে এখানে পাঠানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বাবুকে এখানে পাঠানো হয়েছে।
এদিকে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারের স্থানান্তর উপলক্ষে কারাগারের প্রধান ফটকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সেসময় কারা অভ্যন্তরে ঝিনাইদহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিকাল ৩টা ৪৫ মিনিটে ব্যাপক প্রটোকলের মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয় গ্যাস বাবুকে। এরপর একে একে জেলা কারাগরের মধ্যে গাড়িগুলো প্রবেশ করে। গাড়ি থেকে কাকে নামানো হয়েছে সে বিষয়ে কোনো কিছু দৃশ্যমান হয়নি। পরে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করে গাড়িটি ফিরে যায়। তবে তাকে নিয়ে যেকোন সময় মোবাইল ফোন সহ আলামত উদ্ধারে অভিযান চালানো হতে পারে বলে জানা গেছে।
