এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে ইফতার মাহফিল

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে ‘সবাই মিলে ইফতার’ স্লোগানকে প্রতিপাদ্য করে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৩ এপ্রিল) এক ইফতার মাহফিল অনুষ্টিত হয়। প্রতি বছরই এ সংগঠনটি রোজার শুরু থেকে শেষদিন পর্যন্ত আয়োজন করে থাকে। ঐতিহাসিক হারুন পার্ক মাঠে মাহে রমজানে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রতিদিন ইফতারের আয়োজন করেছে এই সংগঠনের সদস্যরা । ইফতার মাহফিলে সংগঠনটির নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এই ভিন্ন রকম আয়োজন সম্পর্কে জানতে চাইলে এসো গৌরীপুর গড়ির প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্ঠাতা আবু কাউছার চৌধুরী রন্টি ও জানান, আমরা আমাদের সামর্থ অনুযায়ী সকল শ্রেণী পেশার লোকজনের জন্য ইফতার এর আয়োজন করে আসছি। ধনী-গরীব সবাইকে এই মহতী আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। রোজার শেষ দিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *