এসো বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানি’ শীর্ষক এ্যাসাইনমেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে অনলাইনের মাধ্যমে  ‘এসো বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানি’ শীর্ষক এ্যাসাইনমেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে লালমনিরহাট জেলা প্রশাসক সভা কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক আবু জাফর বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যলয়ের অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট টি এম মমিন, এনডিসি টি এম রাহসিন কবির, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন, সরল খাঁ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জারিন তাসনিম তমা, দ্বিতীয় স্থান অধিকার করেন একই স্কুলের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ধীমান কুমার ভট্টাচার্য এবং তৃতীয় স্থান অধিকার করেন লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আনিকা বাশাশাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *