ঐক্য গড়ে তুলি, ঐক্যই শান্তি ঐক্যই বল। -মাদারীপুরের শিবচরে ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক হই। ঐক্য গড়ে তুলি, ঐক্যই শান্তি ঐক্যই বল। আমাদের মনটা বড় করি, ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।

শুক্রবার সকাল ১০ টার সময় মাদারীপুরের শিবচরে  বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ ( রা) এর বাহাদুরপুর শরিয়াতিয়া আলিয়া মাদ্রাসার ৮০ তম বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন কেন নিবন্ধন পাবে  না  যেখানে ছোট ছোট দল নিবন্ধন পেয়েছে  ।

ফরায়েজী আন্দোলন’ কে রাজনৈতিক দল হিসেবে  নিবন্ধন দেয়ার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করা হবে।

এ সময় ধর্ম উপদেষ্টা আরো বলেন, আমরা আশাকরি আগামীতে বই পুস্তকে হাজী শরীয়তুল্লার জীবনী ও সমাজ সংস্কারে তার অবদান তুলে ধরা হবে। এ সময় বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বাহাদুরপুর পীর মঞ্জিলের গদিনশীন পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ও জেলা উপজেলা ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাহাদুরপুরের প্রোগ্রাম শেষ করে তিনি গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *