কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় করোনা আইসোলেশন সেন্টার করার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য জেলার মোট আটটি উপজেলার সকল নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে।
উপজেলার সুবিধাজনক ও যোগাযোগ ব্যবস্থা ভালো এমন আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠান ভাড়া নিয়ে ন্যূনতম ৫০ শয্যার একটি করে করোনা আইসোলেশন সেন্টার গড়ে তোলা হবে।
চকরিয়া উপজেলার মতো বড় উপজেলাসহ যেসব উপজেলায় করোনাভাইরাসের প্রকোপ বেশি দেখা দিয়েছে, সেখানে একাধিক ভবন নিয়ে আরও বেশি শয্যার আইসোলেশন সেন্টার করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরিবার ও এলাকাকে ঝুঁকিমুক্ত রাখতে উপসর্গহীন করোনা রোগীদের বিচ্ছিন্ন করার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপসর্গহীন করোনা রোগীদের হোম আইসোলেশনে রাখলে তারা আইসোলেশনে না থেকে বাইরে ঘুরে বেড়ান বলে অভিযোগ উঠেছে।
কক্সবাজার জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামাল হোসেন আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে এ উপজেলা আইসোলেশন সেন্টারের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। কক্সবাজার জেলা সদরে ২০০ শয্যার অনুরূপ আইসোলেশন সেন্টার গড়ে তোলার প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি জনগণকে চরম নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে। গত সপ্তাহজুড়ে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হঠাৎ করে বেড়ে যাওয়া কোন স্বাভাবিক ঘটনা নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসন এই ক্ষেত্রে বারবার ব্যর্থতার পরিচায় দিচ্ছে। খুনি হাসিনার বিচার ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে না […]
খুলনায় রহিমা বেগমের আত্মগোপনের পুরোটাই ছিল পূর্বপরিকল্পিত। জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ ফাঁসানোর জন্যই এ কাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার মূল পরিকল্পনাকারী রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান; এমন তথ্যই জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, আত্মগোপনের নাটকের ব্যাপারে জানতো তার বাকি মেয়েরাও। ঘটনার পর থেকে লাপাত্তা পরিবারের বাকি সব সদস্যরা। তবে মায়ের আত্মগোপনে জড়িত থাকার কথা অস্বীকার […]
ঘুষের চুক্তি শেষে অগ্রিম অর্ধেক টাকা দিলেই তবে কাজ করেন চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটিভি ডিওতে একজন সেবাপ্রার্থীর নামজারি করার চুক্তির টাকা নেওয়ার সময় এ কথা বলতে শোনা যায়। ভিডিওতে তিনি নায়েবকে বলছেন, আপনি এই সেবা প্রদানের জন্য সরকারি বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা […]