কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 

প্রতি বছরের ন্যায় এবছরও কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং শৈলকুপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের অস্থায়ী কার্যালয় ভাটই বাজারে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫নম্বর ফুলহরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ হাসানুজ্জামান, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ পলাশ হোসাইন , অর্থ-সম্পাদক মোঃ হাসান আলী, রক্ত বিষয়ক সম্পাদক রিতু খাতুনসহ কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের দ্বায়িত্বশীল ও একটিভ সদস্যবৃন্দ।

কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ হাসানুজ্জামান বলেন, আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই , “হাসবে রোগী বাঁচবে প্রাণ সেচ্ছায় করবো রক্তদান” এই শ্লোগানকে সামনে রেখে কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক দীর্ঘ ৪বছর অতিক্রম করতে চলেছে। ইনশাআল্লাহ সামনে অসহায় মানুষের জন্য আরো কিছু উপহার দেওয়ার ইচ্ছা আমাদের রয়েছে।

 

মর্নিংনিউজ/আই/শাশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *