করোনার কবলে সীতাকুণ্ড থানা, ওসিসহ ১৪ পুলিশ সদস্য আক্রান্ত

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) সুমন বর্ণিকসহ ১৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।

নতুন করে শনাক্ত হওয়া অন্যান্যদের মধ্যে তিনজন সাব-ইন্সপেক্টর ও নয়জন কনস্টেবল রয়েছেন বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা।

এ পর্যন্ত এই থানার সংস্পর্শে থাকা ৫০ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এর মধ্যে ২৬ জনের ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়।

প্রসঙ্গত, গত ৬ জুন করোনা উপসর্গ নিয়ে এসআই ইকরামুল হক মারা যান। সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার নমুনায় করোনা পজিটিভ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *