করোনার টিকা গ্রহণ করলেন পরিবেশমন্ত্রী

করোনার টিকা
করোনার টিকা
ছবি: সংগৃহিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে করোনার টিকা গ্রহণ করেছেন।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট কেন্দ্রে করোনার টিকা গ্রহণ করেন তিনি। এসময় গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে করোনা ভাইরাসের সংক্রমণ হতে নিরাপদ রাখতে জনগণকে টিকা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।

গত বছরের ১২ আগস্ট করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন পরিবেশমন্ত্রী। ২০ আগস্ট দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ঢাকার বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন মন্ত্রী।

এমডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *