করোনায় আক্রান্ত প্রতিরক্ষা সচিব আর নেই

ছবি: সংগৃহিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী

কর্মজীবনের শুরুতে আবদুল্লাহ আল মোহসীন ১৯৮৮ সালে ১৯৮৫ ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডার সহকারী কমিশনার পদে যোগদান করেন।পরবর্তীতে তিনি বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হন। ২০২০ সালের ৮ জানুয়ারি সরকার তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *