করোনায় চুয়াডাঙ্গা জেলা আ. লীগের প্রচার সম্পাদকের মৃত্যু

ছবি: সংগৃহিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না (৬৩)  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টায় তিনি মারা যান বলে জানান চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির।

মঙ্গলবার তিনি করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে বাড়িতে আইসোলেশনে ছিলেন। বুধবার সন্ধ্যার পর তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

ডা. শামীম কবির জানান, কয়েকদিন আগে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার পজিটিভ রিপোর্ট আসে। হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার দাফনকাজ সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে ভণ্ড-প্রতারক কবিরাজ আটক

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন জানান, ফেরদৌস আরা সুন্না জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *