করোনায় প্রবীণ আওয়ামিলীগ নেতার মৃত্যু

হাসান জামিল সাত্তার

করোনায় এবার প্রাণ হারালেন কুমিল্লার বৃহত্তর দাউদকান্দির প্রবীণ রাজনীতিবিদ হাসান জামিল সাত্তার।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৫ টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাঁর ছেলে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক উপদেষ্টা ব্যারিষ্টার নাইম হাসানের মিডিয়া উইং এম সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার বেলা ১১ টায় উপজেলার হাসানপুর স্কুল প্রাঙ্গণে ওনার জানাজা অনুষ্ঠিত হবে জানায় পারিবারিক সূত্র।

করোনা ভাইরাসের আক্রান্ত হলেও কিডনি সমস্যাসহ শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: করোনাকালে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান

উল্লেখ্য, হাসান জামিল সাত্তার ১৯৯৬ সালের পর আ’লীগে যোগদান করেন। দাউদকান্দিতে বেহাল অবস্থায় থাকা আ’লীগকে সুসংগঠিত করেন। ২০০১ সালে আ’লীগ থেকে মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি বঙ্গমাতা কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *