
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ২৪২ জন।
নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ২৬৭ জন। এ নিয়ে মোট শনাক্ত চার লাখ ৯৯ হাজার ৫৬০ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং নারী আটজন।
গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার পাঁচটি। অ্যান্টিজেন পরীক্ষাসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩০০টি।
