করোনা পজিটিভ হাবিবুল বাশার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দলপতি এবং বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে।

এর আগে গত মঙ্গলবার করোনা ভাইরাসে আক্তান্ত হন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আর তার আগে পাকিস্তান সুপার লিগ খেলতে যাওয়ার আগে করোনায় আক্তান্ত হন জাতীয় দলের আরেক ক্রিকেটার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহর যাওয়ার কথা ছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফ খেলতে। পাকিস্তানে যাওয়ার উদ্দেশ্যেই কোভিড পরীক্ষা করতে হয়েছিল তাঁকে। করোনার তেমন কোনো উপসর্গ না থাকলেও দুবার করোনা পরীক্ষা করিয়ে দুবারই পজিটিভ ফল পান মাহমুদউল্লাহ।

এখন নতুন করে সংশয় শুরু হল মাহমুদউল্লাহর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা নিয়েও। মুমিনুল ও  মাহমুদউল্লাহ দুইজনই এখন ঘরবন্দী।

দ্রুত সুস্থ হয়ে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে চান তারা।

কয়েক মাস আগে বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আক্রান্ত হয়েছিলেন করোনায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *