ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে কাজির বেড় প্রিমিয়ার লীগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুলাই ) দুপুর ৩ টায় বুরুজ বাগান হাই স্কুলের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শাওন ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে মাহবুব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় নকআউট ভিত্তিতে চারটি দল অংশগ্রহণ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শার্শা উপজেলার উপজেলা চেয়ারম্যান জনাব সোহারাব হোসেন ।এ সময় আরো উপস্থিত ছিলেন সালেহ আহমেদ মিন্টু সহ-সভাপতি শার্শা উপজেলা আওয়ামীলীগলীগ,চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, বিশিষ্ট সাংবাদিক আমিনুর রহমান,বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোরাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব সোহারাব হোসেন বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
খেলা পরিচালনা করেন মোঃ সোহরাব হোসেন মিন্টু । মনোমুগ্ধকর এই ফুটবল খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মোঃ সবুজ হোসেন ও মো: ইমরান হোসেন শুভ । প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল ৩০ হাজার ও ২ য় পুরস্কার ছিল ২০ হাজার টাকা। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট মনোনীত হন বিজয়ী দলের নাভারনের সোনালী যুগের প্লেয়ার স্ট্রাইকার সাংবাদিক আলহাজ্ব সেলিম রেজা।
