কার্পাসডাঙ্গায় ৫৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৮(আটান্ন) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে জনাব মোঃ আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা থানার নেতৃত্বে কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই (নিঃ) ইমরান হোসেন, এএসআই (নি:) মোঃ মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১০আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে মোঃ শরিফুল ইসলাম ওরফে বিপ্লব(৩৩) পিং- লোকমান হোসেন, গ্রাম- কার্পাসডাঙ্গা(ভুমিহীনপাড়া), থানা- দামুড়হুদা, জেলা – চুয়াডাঙ্গাকে নিজ বাড়ির উঠানের উপর থেকে ৫৮(আটান্ন) পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

মর্নিংনিউজ/বিআই/এমএইচজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *