কালীগঞ্জে আগুনে পুড়লো প্রায় ৩০ লক্ষ টাকার পান।

ঝিনাইদহের কালীগঞ্জের দুধরাজপুর গ্রামে পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনায়, ৩ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ জন পানচাষী। তারা হলেন, ওই গ্রামের পাতা মন্ডল, কৃষ্ণ ভদ্র, উত্তম ভদ্র ও ইরমান মন্ডল।

শুক্রবার দুপুরে উপজলোর ওই গ্রামে পানের বরজে হঠাৎ করেই আগুন লাগে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা বলেন, দুপুরের পর হঠাৎ করে চাষি পাতা মন্ডলের পানের বরজ থেকে ধোয়া বের হতে থাকে।  মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মাঠের চারিদিকের বরজ গুতোতে। সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের ৩ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ইরমান মন্ডল বলেন,আমাদের সব শেষ হয়ে গেছে। বরজে কীভাবে আগুন লেগেছে আমরা কেউ জানি না। দুপুরে শুনতে পেলাম পানের বরজে আগুন লেগেছে খবর পেয়ে দৌড়ে এসে নিভাতে পারিনি। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোন কিছু অবশষ্টি নেই। আমাদের ৪ জনের বরজই এখন নতুন করে তৈরি করতে হবে। এতে আমাদের সবার কমপক্ষে ৩০ লক্ষ্য টাকা ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ৪ জন কৃষকের পানের বরজে আগুন লেগেছে। যার আনুমানিক ক্ষয়ক্ষতির মূল্য ৩০ লক্ষ টাকা হতে পারে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *