কিশোরগঞ্জে হাওরে ডুবে শিক্ষকের মৃত্যু, ভাই নিখোঁজ

শনিবার করিমগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে বলে করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান।

নিহত হাদিউল ইসলাম রুবেল (৩৩) টাঙ্গাইলের সখিপুর আবাসিক মহিলা কলেজের প্রভাষক ছিলেন।

নিখোঁজ রয়েছেন রুবেলেল চাচাত ভাই কলেজ ছাত্র সৌরভ (১৮)। তাদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চরপুক্ষিয়া গ্রামে।

ওসি মমিনুল ইসলাম বলেন, সকালে করিমঞ্জের বালিখলা থেকে নৌকায় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় ঘুরতে যান হাদিউল ইসলাম রুবেল, তার চাচাতো ভাই সৌরভ এবং সৌরভের ভাই স্কুলছাত্র শোভন (১৫)। ভ্রমণ শেষে ফেরার সময় বিকাল ৫টার দিকে পানিতে নেমে গোসল করার সময় প্রবল স্রোতে তিনজনই তলিয়ে যান। সঙ্গে সঙ্গে উপস্থিত অন্য দর্শনার্থীরা শোভনকে উদ্ধার করে।

আরও পড়ুন: আজ ঢাকার তাপমাত্রা বাড়তে পারে

ওসি জানান, এর আধঘণ্টা পর প্রভাষক হাদিউল ইসলাম রুবেলের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ সৌরভকে উদ্ধার অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *