কুমিল্লায় হাসপাতাল কর্মীর গলাকাটা লাশ উদ্ধার

এমদাদুল হক মিঠু

কুমিল্লার দাউদকান্দিতে এক বেসরকারী হাসপাতাল কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম এমদাদুল হক মিঠু (২৬)।

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার গৌরীপুরের মুক্তি মেডিকেলের পেছনের ডোবা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

গৌরীপুর দেশ হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান নিহত মিঠু মুরাদনগর উপজেলার হাড়পাটনা গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে।

মিঠুর বড় বোন হোসনেআরা বলেন, আমার ভাই চাকরির পাশাপাশি লেখা পড়া করতো। হাসপাতালের কোয়ার্টারেই থাকতো। আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

আরও পড়ুন: টেকনাফে বন্দুকযুদ্ধে চার ডাকাত সদস্য নিহত

দেশ হাসপাতালের পরিচালক কুতুব উদ্দিন জানান, মিঠু হাসপাতালের তিনতলায় একটি রুমে থাকতো। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হাসপাতাল থেকে বের হয়ে যায় । রাতে আর ফিরে আসেনি। আজ সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে কেউ শত্রুতামূলক পরিকল্পিতভাবে তাকে জবাই করে হত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *