কুড়িগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

 

কুড়িগ্রাম জেলা সদরের কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ি বাজার এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮জন।

বুধবার (১২ আগস্ট) সকালে কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ি বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শামছুল হক (৪৫)। তিনি কুড়িগ্রামের উলিপুরের ধরনীবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মালতিবাড়ি বাড়াইবাড়ি গ্রামের বাসিন্দা। আর আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম সদরের কাঠাঁলবাড়ির মিনা বাজারের নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন এলাকায়, সকালের দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা অজয় পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে কুড়িগ্রামগামী আহসান পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।

আরও পড়ুন: গাইবান্ধায় দুই বাসের পাল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মোঃ আনোয়ারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *