কুড়িগ্রামে শিক্ষকের বিরুদ্ধে কুচক্রী মহলের মানববন্ধনের প্রতিবাদে ছাত্রছাত্রীদের পাল্টা মানববন্ধন

মানববন্ধন

মানববন্ধন

কুড়িগ্রামে মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীতেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে গতকাল একটি কুচক্রী মহল মানববন্ধন করায়, তার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই স্কুলের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা সহ এলাকাবাসী।

মঙ্গলবার (৩ নভেম্বর)  দুপুর ১২টা দিকে স্কুলের সামনে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোকছেদ আলী মোঃ নুরজামান মোঃ এরশাদুল হক ও মোঃ করিম আলীসহ ওই স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা সহ এলাকাবাসী।

আরও পড়ুন: টাঙ্গাইলের মধুপুর বন থেকে কিশোর ছাত্রের মরদেহ উদ্ধার

বক্তারা বলেন, একটি কুচক্রী মহল গতকাল পরিকল্পিত ভাবে মিথ্যা ও ভিত্তিহীনভাবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে  মানববন্ধন করায় তার প্রতিবাদে আমাদের ছাত্র ছাত্রীরা আজ মানববন্ধন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *