কেশবপুরে মেঘনাসেম ডিলাক্সের নির্মাণ শিল্পী সম্মেলন

যশোরের কেশবপুর উপজেলায় মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মেঘনাসেম ডিলাক্স সিমেন্ট কর্তৃক আয়োজিত নির্মাণ শিল্পী সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রিমিয়াম সিমেন্ট ব্র্যান্ড মেঘনাসেম ডিলাক্স। বুধবার ২৩আগস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কোম্পানির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব খান জাফর আলতাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার জনাব মোঃ মনিরুজ্জামান। অফিসার মো: মাহমুদ হাসান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর থানার বিশিষ্ট সিমেন্ট ব্যবসায় ও সমাজ সেবক মেসার্স এম জামান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান। উক্ত কোম্পানির টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম। সেলস এন্ড মার্কেটিং এর উক্ত উপজেলার অফিসার মোঃ মাহবুবুর রহমান। সেসময় কেশবপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ১০০জন নির্মাণ শিল্পীগন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব খান জাফর আলতাব মেঘনাসেম ডিলাক্স সিমেন্টের গুনাগুন ও ব্যবহার সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতি ও মেঘনাসেম ডিলাক্স সিমেন্টের কেশবপুর উপজেলার পরিবেশক জনাব মোঃ মনিরুজ্জামান তার মূল্যবান বক্তব্য প্রদানের পর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

 

মর্নিংনিউজ/বিআই/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *