শার্শা উপজেলার লাউতাড়া প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন নাভারণ ফুটবল একাদশ এবং রানার্সআপ হয়েছেন মাটিকোমরা ফুটবল একাদশ। ৭ই ডিসেম্বর শনিবার বিকাল ৪টার সময় লাউতাড়া প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে মোঃ মইদুল ইসলামের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলাটি শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক-খায়রুজ্জামান মধু। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা চ্যাম্পিয়ন দের হাতে ৩৫ হাজার টাকার চেক ও টফি এবং রানার্সআপদের হাতেও ২০ হাজার টাকার চেক ও টফি তুলে দেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক-খায়রুজ্জামান মধু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য-মো.আশরাফুল আলম বাবু,বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী,শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওমর ফারুকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ফুটবল ভক্তরা উপস্থিত ছিলেন।
কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে জয়ী নাভারণ ফুটবল একাদশ।
