কোরবানির ঈদ উপলক্ষে ব্রাদার্স ফার্নিচারে এক্সক্লুসিভ কালেকশন, সাথে ১৫% পর্যন্ত মূল্য ছাড়

কোরবানির

 

কোরবানির

কোরবানির ঈদকে আরও বিশেষ করে তুলতে ব্রাদার্স ফার্নিচার লিমিটেড নিয়ে এসেছে এক্সক্লুসিভ সব ফার্নিচারের ঈদ কালেকশন। ঈদ উপলক্ষে ব্রাদার্স ফার্নিচারের সকল পন্য ক্রয়ের উপর ১৫% পর্যন্ত ডিসকাউন্ট অফার চলছে। এছাড়াও রয়েছে নিশ্চিত উপহার।

ব্রাদার্স ফার্নিচার লি: এর বারিধারার কর্পোরেট অফিসে এ অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যন আলহাজ্ব হাবিবুর রহমান সরকার ও হেড অব মার্কেটিং এন্ড সেল্স মোহাম্মদ মনিরুল ইসলাম বখশী ।

এসময় ব্রাদার্স ফার্নিচার লি: এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঈদের আগের দিন রাত পর্যন্ত ব্রাদার্স ফার্নিচার লি: এর সকল শো-রুমসহ ফেইজবুক, ব্রাদার্স এ্যাপস, ভার্চুয়াল শোরুম ভিজিট অপশন, ওয়ে
দারাজ এবং হোয়াটস এ্যাপ ভিডিও কলে ফার্নিচার ক্রয়ের উপর এই অফারটি পাওয়া যাবে।বিস্তারিত জানতে যোগাযোগ: ০৯৬১২৮৮৮৭৭৭, ০১৯২৬৬৮০৮৪১, ০১৯২৬৬৮০৮০২ এবং ভিজিট করুন: www.brothersfurniture.com.bd এই ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *