গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় দুজন গ্রেফতার

গ্রেফতার ধর্ষক ও তার সহযোগী

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ এলাকায় একটি পাহাড়ে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিববার (২৮ জুন) অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেফতার দুইজন হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর এলাকার মো. আবদুর রবের ছেলে আনোয়ার হোসেন (৫০) ও নওগা জেলার মান্দা থানার চক গোবিন্দ এলাকার আবদুস সামাদের ছেলে মো. হেলাল (৪৮)। তারা বায়েজিদ থানার বাংলাবাজার এলাকায় বসবাস করে আসছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বলেন, বায়েজিদের ডেবারপাড় এলাকায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: সাতকানিয়ায় শিশুকে বলাৎকারে ব্যর্থ হয়ে পিটিয়ে জখম করেছে মাওলানা

পরিত্রান তালুকদার আরও বলেন, শনিবার রাতে ঢেবারপাড় ফরেস্টপাহাড়ে এই ধর্ষণের ঘটনা ঘটে। ওই গার্মেন্টস কর্মী তার আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় আসার পথে এ ঘটনা ঘটে। ভিকটিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় এই পুলিশ কমিশনার।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, গ্রেফতার আনোয়ার ও হেলালের ওই এলাকায় চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আনোয়ারের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি ও পাঁচলাইশ থানায় পাঁচটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *