গৌরীপুরের দৌলতপুরে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার নির্বাচনী সভা

গৌরীপুরের দৌলতপুরে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের গৌরীপুরে শনিবার(৩১ডিসেম্বর ) রাতে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের জনসমর্থিত স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহাকে বিজয়ী করার লক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌর কাউন্সিলর নুরুল ইসলাম, আব্দুর রউফ মুস্তাকিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান। এ ছাড়াও সাংবাদিকবৃন্দ, এলাকার যুবক ও গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সভায় সঞ্চালনা করেন কাউন্সিলর দেলোয়ার হোসেন দিলু এবং সভাপতির বক্তব্য রাখেন উক্ত গ্রামের বাসিন্দা আউসুল আজম। বক্তব্যে তিনি বলেন, আমার জীবন যৌবন আমি সোমনাথ সাহার দাদা রমেশ সাহার সাথে অতিবাহিত করিয়াছি। মৃত্যুর পূর্বে আমি রমেশ দাদার বন্ধুত্বের ঋণ হিসেবে সোমনাথ সাহাকে নির্বাচনে বিজয়ী করার লক্ষে কাজ করে কিছুটা মুক্ত হতে পারবো। পরিশেষে তিনি সোমনাথ সাহাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার লক্ষে সকলের পবিত্র ভোট ও সু-চিন্তিত রায় কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *