গৌরীপুরে নবনির্বাচিত সাংসদকে সোয়েবুর রহমানের ফুলেল শুভেচছা

ময়মনসিংহ-৩ আসনে সদ্য ঘোষিত নৌকা প্রতিকের এমপি এডভোকেট নিলুফার আনজুম পপিকে উপজেলা আওয়ামীলীগের একাধিক ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছেন। পরে নবনির্বাচিত সাংসদ এডভোকেট নিলুফার আনজুম পপি সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় গৌরীপুর পৌরসভা ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী মৎস্যজীবীলীগ আহ্বায়ক কমিটি গৌরীপুর উপজেলা শাখার সদস্য মোঃ সোয়েবুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন। তিনি গৌরীপুর উপজেলা শাখার দুইবারের সাবেক শ্রমিক নেতাও বটে।

উল্লেখ্য, তার বর্তমান কর্মসংস্থান ঢাকা খিলক্ষেত থানাধীন(এআইবি) আমেরিকা ইন্টারন্যাশনাল কলেজের পার্শ্ববর্তী এলাকায়। সেখানে তিনি বঙ্গবন্ধু সৈনিকলীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেখানে তিনি দলের আস্থা ও বিশ্বাস অর্জন করায় সম্প্রতি তিনি খিলক্ষেত থানা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি তৃণমূলের নেতা হিসেবেও সকলের নিকট সুপরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *