চট্টগ্রামে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

মরদেহ
প্রতিকী ছবি

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ব্রিকফিল্ড রোডের একটি ফ্ল্যাট থেকে বৃষ্টি মুণ্ডা (১৪) নামের এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) দুপুরে স্থানীয় ‘আনন্দ হেরিটেজ’ ভবনের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর আলম জানান, ফ্ল্যাটের একটি রুমে দরজা বন্ধ করে বৃষ্টি মুণ্ডা অবস্থান করছিলো। অনেক্ষণ সাড়া শব্দ না পেয়ে ফ্ল্যাটের মালিক পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: মোংলা-খুলনা মহাসড়কের বেহাল দশা, জনদূর্ভোগ চরমে

তিনি বলেন, দরজা ভেঙে গৃহপরিচারিকা বৃষ্টি মুণ্ডার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *