চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন ফার্মেসিকে জরিমানা

ছবি সংগৃহিত

মেয়াদোত্তীর্ণ ও কাটা ওষুধ অপরাধে চট্টগ্রাম নগরের তিন ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ জুলাই) সিএমপির সার্বিক সহায়তায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ‌মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ফার্মেসি ছাড়াও বাজার তদারকি অভিযানে পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার শাহজাহান স্টোরকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মুরাদপুর এলাকার রসগোল্লাকে কেক ও দইয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। চান্দগাঁও থানার ওয়েম্পি ক্যাফেকে ফ্রিজে ঢাকনাবিহীন রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস রাখায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানার হোটেল আল রাজকে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি ভাড়া আদায় করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।কোতোয়ালী থানার গোলাম রসুল মার্কেটের টিকে পেপারস অ্যান্ড স্টেশনারিকে ২২৫ টাকার স্যাভলন ৩০০ টাকায় বিক্রির প্রস্তাব করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে হাজী পেপারস অ্যান্ড স্টেশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: প্লাটিনাম পরিবহনে ইয়াবা; আটক দুই

জনস্বার্থে এ বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *