চবির অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রথম প্রভোস্ট রেজাউল করিম

সহযোগী অধ্যাপক রেজাউল করিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনির্মিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রথম প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন চবির কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।

রবিবার (৫ জুলাই) তিনি এ পদে যোগদান করেছেন। এর আগে গত ৩০ জুন তাকে এক বছরের জন্য প্রভোস্ট হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।

নবনির্মিত এই হলটিতে আগামী শিক্ষাবর্ষ থেকে আসন বরাদ্দের কথা রয়েছে বলে জানায় সংশ্লিষ্টসূত্র।

এদিকে সহযোগী অধ্যাপক রেজাউল করিম দীপঙ্কর অতীশ শ্রীজ্ঞান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়ায় উক্ত হল সংশ্লিষ্ট শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করেন এমন একজন দক্ষ ব্যক্তিকে প্রভোস্ট হিসেবে পাওয়া হবে ভাগ্যের ব্যাপার।

প্রভোস্ট রেজাউল করিম মর্নিং নিউজ বিডিকে বলেন, ‘আমি এর আগেও শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে সহকারী প্রক্টরের দায়িত্বে ছিলাম। নতুন করে নবনির্মিত হলের প্রভোস্ট হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার উপর আস্থা রাখায় তাঁদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

পড়ালেখা ও সৃজনশীল বিকাশের তরে উক্ত হলকে একটি মডেল হল হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাবে বলে জানায় নবনিযুক্ত প্রভোস্ট রেজাউল করিম।

আরও পড়ুন: করোনার মাঝেও চলছে মেগা প্রকল্পের কাজ: ওবায়দুল কাদের

উল্লেখ্য, কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম ২০১০ সালে শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ ও ২০১৯ সালে তিনি সহকারী প্রক্টরের দায়িত্বে ছিলেন। তাছাড়া তিনি ভারপ্রাপ্ত প্রক্টরের পদেও আসীন ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *