
নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলের বিলশা এলাকায় নৌকায় নর্তকী নিয়ে আনন্দ-ফুর্তিকালে দুই নর্তকীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আটকৃতদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার চলনবিল বিলসা এলাকার বিলের থেকে নৌকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই নর্তকীর বাড়ি বগুড়ার শেরপুরে এবং আটকৃত ১৩ জন যুবকের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোশহীদপুর এলাকায়।
আরও পড়ুন: পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রাণ আরএফএল এর ট্রাকের চাপায় নিহত ১
বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চলনবিল বিলসা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে বিলসা এলাকার মাঝ বিলে একটি নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে ১৩ জন ছেলে ও দুই নর্তকীকে অশ্লীল নৃত্য পরিচলনা করতে দেখলে সাথে সাথে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের নামে মামলা দায়ের করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নৌকা ভ্রমনের নামে কোন রকম অশ্লীল ফুর্তি করা যাবে না বলেও জানান তিনি।
