চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আতাউর রহমান (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

জেলা শহরের দাউদপুর রোডের বাসিন্দা আতাউর রহমান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বর্তমানে নেসকো) চাঁপাইনবাবগঞ্জ অফিসের হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে শনিবার জেলায় নতুন করে আরও পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯১ জনে।

আরও পড়ুন: বগুড়ায় আরো ৬৯ জন করোনায় আক্রান্ত

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল জানান, নেসকো চাঁপাইনবাবগঞ্জ অফিসের হিসাব রক্ষক আতাউর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (১৭ জুলাই) তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *