বাগেরহাটে চিতলমারী উপজেলার আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ইউএনও তাপস পাল এর সভাপাতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফরাজী,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, এলজিইডি অফিসে প্রকৌশলী অফিসার মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুতালেব,প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুনসীরসহ ৭ইউনিয়নে ইউ’পি সচিব। আইন-শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে এ সভায় আলোচনা করা হয়েছে।
চিতলমারীতে অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা মাসিক সভা।
