বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তাপস পাল এর সভাপাতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) বেদবতী মিস্ত্রি, উপপরিদর্শক লিটন কুমার বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ এমআর ফরাজী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, চিতলমারী পল্লী বিদ্যুৎ অফিসে ডিজিএম ওয়াদুদ খন্দকার, বীর মুক্তি যোদ্ধা শেখ আবু তালেব, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী, বাগেরহাট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুগ্ম আহবায়ক শেখ রহমতুল্লাহ, সাত ইউনিয়নের ইউ’পি সচিবসহ আরও অনেকে। উক্ত সভায় আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
চিতলমারীতে অনুষ্ঠিত, আইন শৃঙ্খলা মাসিক সভা।
