চিতলমারীতে আত্মসাত, অর্ধকোটি টাকা! বিচারের দাবীতে শিক্ষকরা।

বাগেরহাটের চিতলমারীতে অর্ধকোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট আত্মসাতকারীর বিচারের দাবীতে শিক্ষকরা মানববন্ধন করেছেন। রবিবার (২৯ ডিসেম্বর, ২০২৪) দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। মানববন্ধনে বক্তারা জানান, বাগেরহাটের চিতলমারীর কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম ২০১৬ সাল হতে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাত করেন। সম্প্রতি বিদ্যালয়ের আয়-ব্যয় নিরীক্ষা কমিটির তদন্তে ওই তথ্য বেরিয়ে আসে। গত ২৬ নভেম্বর নিরীক্ষা কমিটি বিদ্যালয়ের সভায় হিসাব দাখিল করেন। ওই নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম ৪৫ লাখ ৩৮ হাজার ২৭৬ টাকা আত্মসাত করার বিষয়টি প্রমানিত হয়। এছাড়াও তিনি গাইড বই কোম্পানী সহ বিভিন্ন উৎস হতে বড় অংকের টাকা অবৈধভাবে গ্রহণ করেন। এই বিষয়ে গত ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের আটজন শিক্ষক। তারা শিক্ষক প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে চাকুরী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এরপর প্রধান শিক্ষক বিধানের ভাই ভূপেন চন্দ্র ব্রহ্ম অভিযোগকারী শিক্ষকদের উপর চড়াও হয়ে লাঞ্চিত করেছে বলে অভিযোগ। এই অন্যায় ও দুর্নীতির প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষকেরা দুর্নীতি দমন কমিশন সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *