বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, চিতলমারী উপজেলা শাখার আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক শ্রমিক মে দিবস ২০২৫ উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১মে২৫) সকাল ১০টায় উপজেলা শ্রমিকদল সভাপতি মোঃ ইউসুফ আলী শেখ এর সভাপতিত্বে রেলী টি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির নেতা শেখ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট ১ আসনে পদপ্রার্থী ও জেলা বিএনপির নেতা এ্যাড. ইন্জিনিয়ার মাসুদ রানা, এ সময় উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, যুগ্ম আহবায়ক সোয়েব হোসেন গাজী, যুগ্ম আহবায়ক শিপন মুন্সি, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি এ্যাড. শেখ ফজলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক রাজু খান,যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম গাজী, উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি ইউনুস বিশ্বাস, উপজেলা কৃষকদল সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোকন মোল্লাসহ বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে সকাল ৯টায় চিতলমারী উপজেলা কাঠ ফার্নিচার শ্রমিক ইউনিয়ন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষে র ্যালি ও আলোচনা সভা করেন। রেলীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কাঠ ফার্নিচার শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ আবু সাইদ মুন্সি, সাধারণ সম্পাদক বাশার শেখ, সাবেক সভাপতি পংকজ মন্ডল সহ আরও অনেকে। সকাল ৮ টায় অনুরূপ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেন ইসলামী শ্রমিক আন্দোলন চিতলমারী উপজেলা শাখার নেতাকর্মী ।
এ সময় রেলী শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনে বাগেরহাট জেলা শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন চিতলমারী উপজেলার শাখার সভাপতি মাওলানা ডাঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন খান,যুব আন্দোলন উপজেলা শাখা সভাপতি ডাঃ নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার শেখসহ আরও অনেকে।
