মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের চিতলমারী উপজেলার “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন” আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ই মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শেখ মোঃ আহমেদ ইকবাল এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, সুশীনল স্বপ্ন প্রকল্প বাগেরহাট জেলায় সমন্বয়কারী ইসমাইল হোসেন,নারীদের মধ্যে বক্তব্য রাখেন, রুপমালা মন্ডল, মিনা গোলদার, বিনতা হালদারপ্রমুখ।
এ সভায় উপস্থিত ছিলেন তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ মুর্শিদা আক্তার, মা ও শিশু সহায়তা প্রকল্প এনডিপি-এমসিবিপি উপজেলা কো-অর্ডিনেটর মিঠুন কুমার রায়, প্রজেক্ট অফিসার স্বপ্ন প্রকল্প সুশীনল চিতলমারী মোঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন।
