বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক জোট ও জাতীয়তাবাদী সমমনাজোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত চিতলমারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিজ দলের কার্যালয়ে চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট বাসীর মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেন।
গতকাল তিনি চিতলমারী মোল্লাহাট ও ফকিরহাটে ৩ হাজার পাঞ্জাবি, লুঙ্গি ও শাড়ি উপহার সামগ্রী বিতরণ করেন। এই সময়ে উপজেলা বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এও উপহার সামগ্রী পেয়ে খুবই খুশি হয়েছেন ।
তিনি রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বর্তমানে ঢাকা থাকায় তার সাক্ষাৎকার প্রচার করা সম্ভব হয় নাই।
